আমার বড়বোন্ কানাডার সিটিজেন। উনি ২০০৬ সালে বাংলাদেশে এসে বিয়ে করেন। পাত্র বাংলাদেশের নাগরিক ছিল। পরবর্তীতে পাত্রকে কানাডা নিয়ে যান। এখন আমার আপু কানাডা থেকে উনার হাসব্যান্ডকে ডিভোর্স দিতে চান। পারিবারিক কারণে এখন উনার পক্ষে বাংলাদেশে আশা সম্ভব না। আমাকে অনুগ্রহ করে ডিভোর্স এর প্রক্রিয়া তা জানাবেন।
June 12, 2015 at 6:45 pm
আপনার বড় বোনকে অবশ্যই বাংলাদেশে আসতে হবে ডিভোর্স দিতে হলে। অন্য কাওকে পাওয়ার অব এটর্নি দিয়ে ডিভোর্স করা সম্ভব হয় তবে তা অনেক জটিল হয়ে যায়।