জনাব ,বিনীত নিবেদন এই যে,আমি একজন প্রবাসী সৌদি এরাবিয়া তে অল্প বেতনে কাজ করি দীর্ঘ তের বছর ধরে আমার স্থায়ী ঠিকানা, রোকনুজ্জামান স্বাধীন,গ্রাম ইলিয়াস্দী,পোস্ট,বারপাড়া ,সোনারগাঁও,নারায়ানগঞ্জ।গত বছর ২১ শে নভেম্বর ২০১৪ সালে আমার একমাত্র মেয়ের সাথে বিবাহ কাজ সম্পন্ন হয় মোহাম্মদ আরিফ,পিতা; খন্দকার আমিনুল ইসলাম,২৫কোড পারা,বন্দর নারায়ানগঞ্জ উভয়ের পারিবারিক সম্মতিতে, কিন্তু বিয়ের কিছুদিন যেতেই বর এবং বরের বাবা ও মা আমার কাছে ৮ ভরি স্বর্ণের দাবী তুলে আমার কাছে যা আমার পক্ষে দেয়া মোটেও সম্বব নয়। পরবর্তিতে আমি যখন আমার বাত্সরিক ছুটি শেষ করে প্রবাসে চলে আসি।
তখনি সুরু হয় আমার মেয়ের উপর শারীরিক ও মানসিক নির্যাতন যা শুরুতেই আমার মেয়ে আমাকে জানায় এমনকি তারা নির্যাতন করে আমার বাড়িতে রেখে চলে যায় প্রায় ৫ মাস হলো কোনো বরণ পোষণ এবং মেয়ের কোনো খোজ খবর তারা নিচ্ছে না এ অবস্থায় আমার মেয়ের বরাবরে গত কয়েক দিন আগে বর তালাকের নোটিশ পাঠায়। এখন আমি কি করব বুঝে উঠতে পারছি না।দয়া করে আমাকে সঠিক পরামর্শ দিলে আমি উপকৃত হব।
রোকনুজ্জামান স্বাধীন
মুবাইল নাম্বার ৯৬৬৫৩৩৫৩০৯৮২
September 28, 2015 at 8:02 pm
Best Answer
জনাব
ছেলের বিরুদ্ধে আপনি যৌতুকের মামলা করতে পারেন। তবে তাতে মামলা প্রমান সাপেক্ষে তার শাস্তি হবে কিন্তু মেয়ের সাথে সংসার করার বিষয়টি নিশ্চিত করা জাবেনা। যেহেতু ছেলে তালাক এর নোটিশ পাঠিয়েছে তা যথাযথ ভাবে পাঠানো হয়েছে কিনা যাচাই করুন। যদি তালাক দিয়েই থাকে তাহলে তালাকের পর কাবিনের টাকা ও ভরণপোষণ এর মামলা করতে পারবেন।
ধন্যবাদ।
রাওমান স্মিতা
এডভোকেট
বাংলদেশ সুপ্রিম কোর্ট
ফোনঃ ০১৬৭৫৬২৩০৯৬