Hindu Marriage Document

আমি ২১ বছর বয়সী একজন হিন্দু ছেলে। ২১ বছর বয়সী একজন হিন্দু মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই। তার এতে পূর্ণ‌সম্মতি রয়েছে। আইনগতভাবে ধর্মীয় আচারবিধির কী কোনো প্রকার বাধ্যবাধকতা রয়েছে? কারণ আমরা এটি এড়িয়ে কেবলমাত্র বৈধ আইনকানুন মেনে বিয়ে করতে চাচ্ছিলাম। আমরা যে বিবাহিত তার একটি বৈধ প্রমাণপত্র প্রয়োজন। এই প্রমাণপত্রটি কী এবং কীভাবে সঙ্গগ্রহ করতে অবে বিস্তারিত জানালে উপকৃত হব।

Mega World News Facebook Twitter Myspace Friendfeed Technorati del.icio.us Digg Google Yahoo Buzz StumbleUpon Eli Pets

3 Responses to Hindu Marriage Document

  1. হিন্দু বিয়ে অবশ্যই মন্দিরে গিয়ে সম্পন্ন করার পর আইনগত ভাবে স্পেশাল ম্যরেজ এক্ট এর মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় এবং ম্যারেজ সার্টিফিকেট সংগ্রহ করা যায়। আমাদের ল' ফার্ম এর মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশন করতে নিম্নের লিঙ্কটি থেকে সম্পূর্ণ তথ্য জানতে পারেনঃ http://www.lawthinkers.com/special-marriage-registration-hindu-muslim-christian-jewish-parsi-buddhist-sikh-or-jaina-religion/

    অথবা ফোন দিয়ে বিস্তারিত জানতে পারেনঃ ০১৬৭৫৬২৩০৯৬ (এডভোকেট রাওমান স্মিতা)

    ধন্যবাদ। ল' থিঙ্কারস টিম।

  2. হিন্দু-হিন্দু বিবাহের ক্ষেত্রে কি স্পেশাল ম্যারেজ এক্ট প্রযোজ্য? এটি কেবলমাত্র দুই ভিন্ন ধর্মের দম্পতির জন্য নয় কি?

    এই রেজিস্ট্রেশন করা আর কোর্ট ম্যারেজ করার মধ্যে পার্থক্য কি? 

    এই বিবাহে সব কাজ মিলিয়ে সম্ভাব্য মোট খরচ কত পড়তে পারে?

    গোটা প্রক্রিয়া সম্পন্ন হতে কতদিন সময় লাগতে পারে?

    বিস্তারিত জানালে উপকৃত হব। 

    ধন্যবাদ।

  3. ১। দুইজন হিন্দু ব্যক্তি স্পেশাল ম্যারেজ এক্ট এর মাধ্যমে বিয়ে রেজিস্ট্রেশান করতে পারে কারন হিন্দু ব্যক্তিদের বিয়ে রেজিস্ট্রেশানএর রুলস এখনও কার্যকরী হয়নি। তাই ম্যারেজ সারটিফিকেট পেতে  হিন্দু-হিন্দু বিয়ে স্পেশাল ম্যারেজ এক্টের মাধ্যমে করা হয়। নয়ত হিন্দু বিয়ে শুধুমাত্র মন্দিরে গিয়ে আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ। 

    ২। কোর্ট ম্যারেজ বলতে শুধু এফিডেভিট এর মাধ্যমে ডিক্লারেশন করা বোঝায় যার আইনগত কোন বৈধতা নেই। 

    ৩। এফিডেভিট এর জন্য ফি ভিন্ন ভিন্ন আইনজীবী ভিন্ন ভিন্ন চার্জ করে থাকেন। আমাদের ল' ফার্ম এর ফি, সময় এবং সম্পূর্ণ নিয়ম জানতে ফোন করুনঃ ০১৬৭৫৬২৩০৯৬(এডভোকেট রাওমান স্মিতা) নম্বরে। 

    ধন্যবাদ। ল' থিঙ্কারস

     

Contact Us

Call Us0088-01755991488, 01675623096

Chambers:
*House : 21/A, Road : 16, Sector : 4 , Uttara, Dhaka-1230, Bangladesh.

*Hasna Hena Cottage, Room : 3/B (2nd Flr.), Agorbati Goli, 37/1 Court House Street, Kotwali, Dhaka, Bangladesh.

E-mail: admin@lawthinkers.com
Web: Law Thinkers

Archives