I'm a police sub-inspector. Some of the conspiracy and the accused in the case, some legal work on a regular basis, I fault the solid gel. After the granting of bail, I am currently suspended. Section 395/397 my case. Gold is the subject of his custody. The court decided the case filed against me until I learned what to do to escape through the courts of the state of my suspension? If the process? At the end of the trial results may take a long time to come. Can I re-appoint-time, whether this be? Is there any chance of this race? What if I can not accept the court's maddhame? What is the legal process, to be completed?
আমি একজন পুলিশ সাব-ইন্সপেতটর । কিছু লোকের ষড়যন্ত্র এবং আমার কিছু আইনগত কাজের ভুলের কারনে আমি একটি নিয়মিত মামলার আসামী হয়ে জেল খাটি। জামিন লাভের পর আমি বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় আছি। আমার মামলাটি তদন্তাধিন।মামলার ধারা ৩৯৫/৩৯৭। বিষয় গোল্ড নিজ হেফাজতে রাখা। আমার বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিজ্ঞ আদালতে নিস্পত্তি না হওয়া পর্যন্ত সময়ে আমি কি আদালতের মাধ্যমে আমার সাময়িক বরখাস্ত অবস্থা হতে অব্যাহতি পেতে পারি? পারলে তার প্রক্রিয়া কি? মামলার বিচার শেষে ফলাফল আসতে লম্বা সময় লাগতে পারে। এই সময়কালিন আমি পুনরায় চাকরিতে বহাল হতে পারি কিনা? এই জাতিও কোন সুযোগ আছে কিনা? থাকলে তা কিভাবে আমি আদালতের মাদ্ধমে গ্রহন করতে পারি? আইনগত প্রক্রিয়াটা কি, কিভাবে সম্পন্ন করতে হবে?