আমার বয়স ৩৫। আমি আমাদের একটি জমি সংক্রান্ত বিষয়ে আইনি পরামর্শ চাই, আমরা দুই ভাই শহরে থাকি এবং মা বাবা গ্রামের বাড়িতে থাকেন। আমার বাবা ১৯৮৭ সালে উপজেলা সদরে একটি জমি ক্রয় করেন, জায়গাটি (কান্দা) দাগ নং ১২১০ যাহার পূর্বে হাজী সাহেব, পশ্চিমে আলিয়া মাদ্রাস, উত্তরে পাকা রাস্তা, দক্ষিনে ১২১১ নং দাগ (কান্দা পরিমান ২০ শতাংশ) তারপর নদী। ১২১০ দাগে জমির পরিমান ৫২ শতাংশ, তার মাঝে আমরা ক্রয় করি ৫০ শতাংশ, বাকি ২ শতাংশ দক্ষিন দিকে বিক্রেতাগন রেখে দিয়ে ১২১১ দাগের ২০ শতাংশের সহিত মোট ২২ শতাংশ ভোগ দখল করছিল। ১২১০ দাগের সব কাগজ পত্রাদি যেমন সি এস, আর এস, সটিক আছে এবং আমরা সেইসময়ে রেজিস্ট্রি করি বাবার নামে। ১২১১ দাগের সি এস এক হিন্দু জমিদারের নামে যাদের এখন আর কোন উত্তরসূরি নাই। আর এস রেকর্ড ভূমি অফিস এ কোর্ট ফি দিয়ে তল্লাশি করেও পাওয়া যাইনি, যা কোন এক সময় ঘূর্ণি ঝড়ে রেকর্ড নষ্ট হয়ে গিয়েছে বলে আমদের লিখিত ভাবে জানানো হয়। বি আর এস যাদের হতে জমি ক্রয় করেছি তাদের নামে, যদিও তাদের নামে ১২১১ দাগের আর কোন পূর্ব রেকর্ড নাই । তারপর ২০০৫ সালে ১২১০ দাগের ২ শতাংশও আমাদের কাছে অতিরিক্ত দামে এই মর্মে বিক্রি করে যে এই ২ শতাংশের সাথে সাথে আমাদেরকে ১২১১ দাগের ২০ শতাংশ জমির দখলসত্ত ছাড়িয়া দিবে এবং তাই করে। তারা আমাদেরকে ২২ শতাংশের দখল বুজিয়ে দেয় এবং আমরা ১২১১ দাগে বসত বাড়ি করে বসবাস করছি ২০০৫ সাল থেকে। পরের ২ শতাংশ রেজিস্ট্রি করার সময় দলিলে ১২১০ দাগের ২ শতাংশ ও চৌহুদ্দি উল্লেখ করা হয় যে পূর্বে হাজী সাহেব, পশ্চিমে আলিয়া মাদ্রাস, উত্তরে পাকা রাস্ত, দক্কিনে নদী তবে দলিলে ১২১১ দাগ সম্পর্কে কিছু লিখা নাই। বিক্রেতাগন তিন ভাইয়ের মধ্যে দুই ভাই মারা গিয়েছে। এখন তাদের ছেলেরা কিচুদিন যাবত আমাদের সাথে এই বলে ঝামেলা করছে যে তারা আমাদের কাছে ৫২ শতাংশ বিক্রি করেছে আমরা যেন ৫২ শতাংশ রেখে বাকিটা তাদের ফেরত দেই। যদিও ১২১০ ও ১২১১ দাগে এখন তাদের নামে আর কোন জমি বা দখলসত্ত কোনটাই নাই। আমরা বি আর এস সংশোধনের মামলাও করিনি, দয়াকরে বলবেন কি? এখন আমাদের আইনি কি পদক্ষেপ নেওয়া উচিৎ বা কিভাবে ১২১১ দাগের জমিটা আমাদের নামে দলিল করতে পারি।