أس سلام عليكم,
স্মিতা আপু,
আমি আমার S.S.C Cirtificate এর ভুল নাম Din Mohammad যার সঠিক উচ্চারণ Deen Muhammad ও ভুল জন্ম তারিখ Affidavit করতে চাই.
যার জন্য আমার অনেক কাজ আটকে আছে.
তো, এ ক্ষেত্রে আমার কি কি Documents লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে, তার একটা ধারণা পাবার জন্য আপনার গুরুত্বপূর্ণ পরামর্শ আশা করছি. এবং খুব জোর দিয়ে ই বলতে পারি যে আশাহত হব না. কারণ, সম্প্রতি আপনার নেয়া পেশাদারী পদক্ষেপ গুলো থেকে আমার এই বিশ্বাস, যা এই LAW পেশা সম্পর্কে ধারণাটাই পাল্ট দিয়েছে. এবং আশা করি ভবিষ্যৎ এ আরো ভালো কিছু করবেন.
সুস্থ থাকুন, ভালো থাকুন إن شاء الله
الله حافظ
Deen Muhammad
March 13, 2014 at 10:19 pm
প্রথমে নাম পরিবর্তনের জন্য এভিডেভিট করতে হবে যা প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট দিয়ে সত্যায়িত করতে হবে। এভিডেভিট এর জন্য যেসব ডকুমেন্টগুলতে (সার্টিফিকেট, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি) নাম পরিবর্তিত হবে তা এভিডেভিটে উল্লেখ করতে হবে। -এই বিষয়টা একজন অ্যাডভকেট-কে দিয়ে করি নিতে পারেন, এতে ড্রাফটিং ও সত্যায়িত করতে আপনাকে ফি প্রদান করতে হবে।
এরপর এভিডেভিট এর কপি নিয়ে সংশ্লিষ্ট অফিসগুলতে প্রয়োজনীয় কাগজপত্র সহ দরখাস্ত করতে হবে যা অফিসিয়াল কাজ আপনাকেই করতে হবে।
Advocate Raoman Smita