সে তালাক ও দিচ্ছে না ঘর সংসার ও করছে না। এখন আমি তাকে উকিল নোটিশ পাঠাতে চাই। শুনেছি উকিল নোটিশ পাঠানোর ৩ মাসের মধ্ধে বউ না আসলে তালাক হয়ে যায় এটা কি সত্তি। দয়া করে উত্তর দিবেন।
আপনাকে তালাকের নোটিশ পাঠাতে হবে সরকারি ফেরত ডাকে যার এক কপি দিতে হবে আপনার এলাকার/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান বরাবর এবং আরেকটি কপি আপনার স্ত্রী বরাবর। এলাকার/সিটিকর্পোরেশন এরচেয়ারম্যান যে তারিখ হতে চিঠিটি রিসিভ করবেন ওই তারিখ হতে তিন মাসের মধ্যে ডিভোর্সটি কার্যকর হবে যদিনা আপনারা ওই তিন মাসের মধ্যে আবারও সংসার করার সিধান্ত নেন।
July 25, 2015 at 6:44 pm
আপনাকে তালাকের নোটিশ পাঠাতে হবে সরকারি ফেরত ডাকে যার এক কপি দিতে হবে আপনার এলাকার/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান বরাবর এবং আরেকটি কপি আপনার স্ত্রী বরাবর। এলাকার/সিটি কর্পোরেশন এর চেয়ারম্যান যে তারিখ হতে চিঠিটি রিসিভ করবেন ওই তারিখ হতে তিন মাসের মধ্যে ডিভোর্সটি কার্যকর হবে যদিনা আপনারা ওই তিন মাসের মধ্যে আবারও সংসার করার সিধান্ত নেন।
ল'থিঙ্কারসঃ ০১৬৭৫৬২৩০৯৬