আমি প্রায় দুই বছর আগে বিয়ে করি।বিয়ের পর থেকে আমাকে সে বুঝতে চাইত না।
আমাদের বারিতে থেকে সে তার বাবার কথা মত চলতে গিয়ে আমাদের পরিবারে
অশান্তি লেগেই রাখত।আমি কিছু বললে ঘর থেকে বের হয়ে যেত এমনকি গলায় ওরনা
পেচিয়ে আত্নহত্যা করতে চেয়েছিল।তার মা বাবার পূর্বে কোন শাসন ছিল। আমার
স্ত্রী খুব খারাপ ব্যাবহার করত আমার পরিবারসহ আমার সাথে।তাদের ইচ্ছে ছিল
আমাকে ঘর জামাই করা।আমি বাড়ির বড় ছেলে।আমি সরকারি চাকুরি করি।গত এক বছর
আগে আমার স্ত্রী তার বাবার বাড়িতে বেরাতে যাওয়ার পর আমার মায়ের নামে
মিথ্যা ও আমার নামে মিথ্যা গুঞ্জন সৃষ্টি করে। আমি তাকে আনতে গেলে তারা
সবাই আমার সাথে খারাপ ব্যাবহার করে এবং বলে যদি মা বাবা কে ছেরে আলাদা
নিয়ে থাক্তে পারি তবে সে সংসার করবে।
কিন্তু মা আমার নিজের বোনের চেয়ে ও
বেশি যত্ন করেছিল।আমার একটি মাত্র বোন বিবাহিতা সে তার শ্বশুর বাড়িতে
থাকে। আমাদের বাড়িতে মা বাবা ছোট ভাই থাকে। তাদের বাড়িতে থাকাকালে অনেক
বুঝিয়ে ও পারিনি আমাদের বাড়িতে আনতে।
উল্লেখ্য তার বাবার বাড়িতে যাওয়ার সময় সে একমাসের অন্তঃ সত্তা ছিল।
অন্তঃসত্ত্বা র আগে আমাকে আলাদা থাকার কথা বলেনি।আর আলাদা থাককাটা ও
সময়সাপেক্ষ আমি তাকে অনেক বুঝিয়েছি।তার সে কথাই।আমাদের পরিবার থেকে
যোগাযোগব্যবস্থা করা হলে শ্বশুর শ্বাশুরী অশোভন আচরন করত।গত চার মাস আগে
পূত্র সন্তান হলেও আমাদের কাউকে জানায়নি।এক সপ্তাহ পরে জান্তে পেরে
এলাকার গন্যমান্য ব্যাক্তিসহ আমার বাবাও আত্নীয়স্বজন সহ গেলে তাদের বলে
সংসার করবেনা যেভাবেই হোক মীমাংসা করার জন্য। পরে শ্বশুর ৩২০০০০ টাকা
দাবী করে বলেন উক্ত টাকা দিলে সম্পক ছিন্ন করে মীমাংসা করে দিবে।পরের
সপ্তাহে সালীশ বসালে আমরা টাকা নিয়ে গেলে ও আমার স্ত্রি বলে আমাকে সে
ছারবে না, আসবে ও না। পারলে যেন আরেকটি বিয়ে করি।আমাকে সে ৭ বছরের সময়
দেয় যেন এর মধ্যে মা বাবা ছেরে তাকে নিয়ে আলাদা থাকি।আমি তার কোন শর্তএ
রাজি না।
আমার সন্তান হোয়ার আগে টাকা পাঠাই কিন্তু সে টাকা সে রাখেনি।ছেলে হোয়ার
পর পোষ্ট অফিসের মাধ্যমে টাকা প্রতি মাসে ২০০০/৩০০০ টাকা পাঠাই, সে টাকা
এখন ? রাখছে। এই ঈদে ছেলের জন্য ড্রেস নিয়ে শ্বশুর বাড়ি গেলে তারা সবাই
মারমুখী হয়।অপমান করে বাড়ি থেকে বের করে দেয়।
এক বছর ধরে অনিশ্চয়তা র মধ্যে দিন যাপন করছি।এলাকার লোক দিয়ে ও কোন
সমাধানের পথ পাইনি।আমার ঘটনা চেয়ারম্যান ও জানেন। তার সাথে আমার ফোনে কোন যোগাযোগ নাই।সে যাওয়ার পর থেকে ও আমার সাথে যোগাযোগ করে না।আমি আগে ফোন করতাম।
আমি সরকারী চাকুরি করি তাই কোন পদক্ষেপ নিতে সাহস পাচ্ছি না।আপনাদের
সাহায্য একান্ত কামনা করছি। কিভাবে আইনি সহযোগীতায় স্ত্রী কে ত্যাগ করতে
পারি যা আমার চাকুরী ক্ষেত্রে জামেলা সৃষ্টি হবে না।
দয়া করে আমাকে সমস্যা উত্তরনের পথ দেখাবেন এবং কি পদক্ষেপ নিতে পারি
জানাবেন স্যার।।।।।
August 17, 2015 at 7:41 am
আপনি প্রথমে থানায় একটি জিডি করবেন আপনার সাথে স্ত্রী এর সম্পর্কের বরতমান অবস্থা জানিয়ে এবং কতদিন সে তার বাবার বাড়ি আছে তা উল্লেখ করবেন। এরপর আপনি কাজীর মাধ্যমে তালাক নোটিশ পাঠাবেন। এতে আপনার চাকরির কোন সমস্যা হওয়ার কথা নয়। আপনার কাবিনের যে দেন্মহরের টাকা আছে তা ব্যাংক এর মাধ্যমে বা পে অর্ডার করে আপনার স্ত্রীকে পাঠিয়ে দিবেন।
ধন্যবাদ। ল'থিঙ্কারস ঃ ০১৬৭৫৬২৩০৯৬