আমার নাম জয়। আমরা দুই ভাই বোন। আমি অনেক কষ্টে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করছি। এখন একটা প্রাইভেট কোম্পানি তে চাকরি করছি। আমি ২০০৭ এ SSC পাশ করি। আমার বাবা ২য় বিয়ে করে ২০০৮ এ, আমি এটা মানতে পারি না, পড়াশুনাই মন বসে না, আমি ২০০৯ এ ফেল করি, ২০১০ এ HSC পাশ করি। এরমধ্যে আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়। তাঁর বাসাই বিয়ে ঠিক হইছে এমন বললে আমরা পালিয়ে বিয়ে করি, আমার বাবা মেনে নেয়, আমাদের বাসাই আশার পর থেকে আমার বাবা এবং আমার ২য় মায়ের সাথে মেয়েটার ভালও সম্পর্ক হয়। মেয়ে টা আমাকে বিভিন্ন মেয়ে নিয়া সন্দেহ করে এবং বাজে ভাষাই গালি দেয় সবসমাই, আমার মাকেও গালি দেয়, আমি সব মেনে চলি, আমি পড়াশুনা শেষ না করে বাচ্চা নিবো না, তবুও অনেক জোরাজুরি করে বাচ্চা নিছে সে। কিছু বললেই গলাই দড়ি দিবে হুমকি দেয়, ঘুমের ওষুধ খাই। আমি ডির্ভোস চাইলে , গলাই দড়ি দিবে, থানাই কেস করবে হুমকি দেয়। আমার বাচ্চার বয়স ২ বছর। আমি আর বিয়ে করবো না, এই মেয়েকে ডির্ভোস দিতে চাইলে কি করতে হবে, আর আমার বাচ্চার দায়িত্ব কিভাবে পালন করতে পারবো। আমার বাবা যদি ২য় মাকে সব সম্পত্তি লিখে দেয়, আমরা কি কিছু পাবো না সম্পত্তি ?? আমার ২য় মায়ের কোন বাচ্চা হইনি, আমার মা তাঁর বাবার বাড়ি থেকে ৮বিঘা জমি এনে বাবাকে দিছে, যেটা বাবা স্বীকার করে না। আমি কিছু তে মন দিতে পারছি না, আমি কিভাবে আইন মেনে সব সমস্যা সমাধান করতে পারি দয়া করে বলবেন
October 27, 2016 at 7:04 am
১। আপনি প্রথমে থানায় জিডি করবেন আপনার স্ত্রী সুইসাইড বা অন্য যে বিষয়ে আপনাকে হুমকি দিচ্ছে তা জানিয়ে। এরপর আপনি ডিভোর্স করতে পারেন কাজীর মাধ্যমে। ডিভোর্স দেয়ার আগে একটি লিগাল নোটিশও পাঠাতে পারেন আইনজীবীর মাধ্যমে।
২। বাচ্চার কাস্টোডি পেতে আপনাকে ফামিলি কোর্ট এ আবেদন করতে হবে এবং প্রমান করতে হবে বাচ্চা মায়ের কাছে থাকা উপযুক্ত নয়।
৩। আপনার বাবা সম্পত্তি আপনার মায়েদের নাআমে লিখে দিলে আপনারা কিছু পাবেন না কিন্তু আপনার মায়ের মৃত্যুর পর তার সম্পত্তির অংশ থেকে কিছু অংশ পাবেন।
ধন্যবাদ। ল'থিঙ্কারসঃ ০১৬৭৫৬২৩০৯৬