পাসপোর্ট করার পর যখন হাতে পেলেন, দেখলেন কিছু তথ্য ভুল এসেছে। অথবা এমনও হতে পারে আগের দেয়া কোন তথ্য আপনি পরিবর্তন করে নতুন তথ্য দিতে চান। হতে পারে সেটা ভুল নাম পরিবর্তন অথবা নতুন নাম সংযোজন অথবা ঠিকানা, বয়স বা পেশার তথ্য পরিবর্তন ইত্যাদি। কি করবেন তা নিয়ে নিশ্চই চিন্তিত? তবে ডিজিটাল বাংলাদেশে এখন আর বেশী চিন্তিত না হয়ে জেনে নিন পাসপোর্টের কোন তথ্য পরিবর্তন করতে হলে কি করবেনঃ
আবেদনের প্রকৃতি অনুযায়ী যে কাগজপত্র সংগ্রহ করবেনঃ
১. নামঃ নাম সংশোধনের ক্ষেত্রে এস.এস.সি বা সমমানের পরীক্ষার সনদ অথবা প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের (এফিডেভিট) অথবা পত্রিকার বিজ্ঞপ্তি আবশ্যক হবে।
২. বয়সঃ বয়স সংশোধনের ক্ষেত্রে এস.এস.সি বা সমমানের পরীক্ষার সনদ অথবা জন্মনিবন্ধন সনদ দিতে হবে।
৩. পেশাঃ পরিবর্তিত পেশার সপক্ষে সনদ দিতে হবে।
৪. ঠিকানাঃ স্থায়ী/বর্তমান ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা পরিবর্তীত ঠিকানা সম্পর্কে যে কোন নির্ভরযোগ্য প্রমানপত্র দিতে হবে।
৫. সন্তানের নাম সংযোজনঃ সন্তানের জন্ম সনদ দিতে হবে। সন্তানের নাম সংযোজনের ক্ষেত্রে অবশ্যই অনুকূল পুলিশ প্রতিবেদন প্রয়োজন।
৬. সন্তানের নাম কর্তনঃ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে আবেদন পত্র ফরম ‘খ' সংগ্রহ করে এর ৮নং কলাম পূরণ করতে হবে।
উপোরক্ত কাগজপত্রসহ সংশ্লিষ্ট পাসপোর্ট অফিস থেকে ‘খ' ফরম সংগ্রহ করে, সংশোধনের প্রকৃতি অনুযায়ী ফর্মটি পূর্ণ করতে হবে অথবা চার (০৪) পাতা ফরমের তৃতীয়াংশ পূরন সহ চতুর্থাংশে আবেদনকারীর স্বাক্ষর দিতে হবে এবং সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে জমা দিতে হবে।
ফিঃ এক্ষেত্রে আবেদনপত্র জমা হওয়ার ৭২ ঘন্টার মধ্যে পাসপোর্ট পেতে ফি দিতে হবে ৫০০ টাকা এবং সাধারন সময়ানুযায়ী ৭ দিনে পাসপোর্ট পেতে ফি দিতে হবে ৩০০ টাকা।
পাসপোর্টের উপরোক্ত তথ্য পরিবর্তন বা সংশোধনের জন্য কোন ছবি জমা দিতে হবে না।
পাসপোর্টের অফিসসমূহঃ
ঢাকা অফিস